তাহসান ও মিথিলার সঙ্গে বিচ্ছেদ !! - SohojSite Media Zone

New+Image+-+Copy

অনলাইন মিডিয়া জোন

Recent Tube

demo-image

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Thursday, July 20, 2017

demo-image

তাহসান ও মিথিলার সঙ্গে বিচ্ছেদ !!

Responsive Ads Here
photo-1500540111

এনটিভি অনলাইনকে এ বিষয়ে  তাহসান বলেন, ‘আমি  ও মিথিলা দুজনই সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের। বিচ্ছেদের  আনুষ্ঠানিকতা চলছে।  গত কয়েক মাস ধরে বিচ্ছেদের কথা  আমরা ভাবছিলাম। সামাজিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশেষে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
তারকা দম্পতি তাহসান খান ও মিথিলার বিচ্ছেদ নিয়ে এত দিন গুঞ্জন শোনা গেলেও তাঁদের কেউই মুখ খোলেননি। তবে এবার বিষয়টি স্বীকার করেছেন তাহসান নিজেই।

তাহসান আরো বলেন, ‘আমরা অনুভব করছি এ ধরনের খবরে আপনারা কষ্ট পেতে পারেন। এজন্য আমরা দুজনই আপনাদের কাছে  ক্ষমা চাইছি। আমাদের ভালোবাসার সম্পর্কে নীতিবোধ ও শ্রদ্ধা ছিল। বিচ্ছেদের পরও এমনটা থাকবে বলে আমরা আশা করছি। আমি এবং মিথিলা দুজনই এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ের আপনাদের সবার সহানুভূতি আমরা কামনা করছি।’

বিচ্ছেদের খবর তাহসান নিজের অফিশিয়াল ফেসবুক পেজেও দিয়েছেন আজ বৃহস্পতিবার।

তাহসান ও মিথিলা দুজন প্রেম করে বিয়ে করেন ২০০৬ সালে। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages

Contact Form

Name

Email *

Message *