অভিনেত্রী শাবানার দুচোখ কান্নায় ভিজে ওঠে। অশ্রু সিক্ত জ্বলে কণ্ঠ ভারাক্রান্ত হয়ে আনন্দে কাদঁলেন সাবানা। - SohojSite Media Zone

SohojSite Media Zone

অনলাইন মিডিয়া জোন

Recent Tube

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, July 26, 2017

অভিনেত্রী শাবানার দুচোখ কান্নায় ভিজে ওঠে। অশ্রু সিক্ত জ্বলে কণ্ঠ ভারাক্রান্ত হয়ে আনন্দে কাদঁলেন সাবানা।

অভিনেত্রী শাবানার দুচোখ কান্নায় ভিজে ওঠে। অশ্রু সিক্ত জ্বলে কণ্ঠ ভারাক্রান্ত হয়ে আনন্দে কাদঁলেন সাবানা। 
গতকাল ২৪ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানের আসর। এতে বক্তব্য দিতে গিয়ে কেঁদে ফেললেন এক সময়ের ঢাকাই চলচ্চিত্র কাপানো অভিনেত্রী সাবানা।
প্রায় দেড় যুগ ধরে বাংলা চলচ্চিত্র থেকে বিদায় জানিয়েছেন এ নায়িকা। বর্তমানে স্বামী সন্তান নিয়ে বর্তমানে তিনি থাকছেন যুক্তরাষ্ট্রে। যথারীতি জাতীয় এই অনুষ্ঠানে উপস্থিত হলেন শাবানা।

সোমবার বিকাল থেকেই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বহুবার টিভি ক্যামেরা খুঁজে নিলো তাকে এবং অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহন করেন শাবানা।

এ সময় শাবানা তার বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী। এই তো সেদিন তার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। সেদিন তিনি আমাকে দুহাত বাড়িয়ে আহ্বান করেছিলেন। গভীর ভালোবাসায় সিক্ত করেছিলেন। যখন তিনি আমাকে জড়িয়ে ধরেছিলেন তখন আমার মনে হচ্ছিল- ব্যক্তি শাবানাকে মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মান দিচ্ছেন না। তিনি এই সম্মান দিচ্ছেন সমগ্র চলচ্চিত্র শিল্পীদের।’

বক্তব্যের এই পর্যায়ে এসে শাবানার দুচোখ কান্নায় ভিজে ওঠে। অশ্রু সিক্ত জ্বলে কণ্ঠ ভারাক্রান্ত হয়ে পড়ে সাবানার। এরপর চলচ্চিত্র শিল্প নিয়ে আশা ব্যক্ত করে শাবানা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে একটা সংকটকাল চলছে। তবে এ কথা সত্যি যে, যে কোনো সমস্যার অন্তরালে লুকিয়ে থাকে সমাধান। এমন অবস্থায় আমাদের মাঝে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন। সুতরাং আমার বিশ্বাস, আমাদের কোনো সমস্যা থাকতে পারে না। প্রবাসে অবস্থান করলেও জানতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রী বিএফডিসিকে আধুনিকায়ন করেছেন। এখানে ফোর-কে প্রযুক্তির প্রজেক্টর বসানো হয়েছে। এটি আমাদের বড় প্রাপ্তি। যেখানে বিশ্বের অধিকাংশ দেশে টু-কে রেজুলেশনে সিনেমার প্রদর্শন চলছে।’

শাবানা আরো বলেন, ‘আমার ভাবতে অবাক লাগে- আমাদের প্রেক্ষাগৃহে এখনো ডিজিটাল প্রযুক্তির নামে সাধারণ মানের প্রজেক্টরের মাধ্যমে সিনেমা প্রদর্শিত হচ্ছে। এই প্রদর্শনের ব্যবসা তাও যদি এককভাবে কেউ জিম্মি করে রাখেন তাহলে অবশ্যই ভাবনার বিষয়। কারণ যে কোনো ব্যবসায় স্বাধীন ক্ষেত্রটি থাকা জরুরি।’

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages